প্রতিষ্ঠাকাল

২০১৫ সালের ৩১ জানুয়ারী গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে সংগঠন যাত্রা শুরু করে। নয় জন শিশুর উপস্থিতিতে পরিচালিত হয় সংগঠনের প্রথম দিনের কার্যক্রম।

আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য

আমাদের লক্ষ্য, শিশুর আত্ম-উন্নয়নের সুযোগ তৈরির মাধ্যমে শিশুর অধিকার প্রতিষ্ঠা করা।

সংগঠনের প্রকল্প

  • মোট ৮ টি প্রকল্প নিয়ে পরিচালিত হচ্ছে সংগঠন। প্রকল্প সমূহঃ সুরক্ষা প্রকল্প, আত্ম-উন্নয়ন প্রকল্প, একটি বর্ণ একটি আহার, আনন্দদিন, আনন্দ বিক্রয় কেন্দ্র, মক্তব, আমরা চাইলে হারবে শীত, ঈদের হাসি শিশুর মুখে।
  • সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দরিদ্র শিশুদের মৌলিক অধিকার সমূহ নিশ্চিতে করতে কাজ করছি। এছাড়াও শিশুর নিরাপত্তা এবং সুস্থ বিনোদন নিশ্চিত করাকে সুরক্ষা প্রকল্পের আওতাধীন করা হয়েছে।
  • আত্ম-উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা সব শিশুকে দক্ষ জনসম্পদে পরিণত করতে কাজ করা হয়।
  • একটি বর্ণ একটি আহার প্রকল্পের মাধ্যমে পথে থাকা শিশুদের সুযোগ থাকা বা সুযোগ তৈরি করা সাপেক্ষে তাদের নিজ ঘরে ফিরিয়ে নিতে কাজ করা হয়। যাদের পরিবার পাওয়া যাবেনা, সেসব শিশুদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা অব্যাহত রেখেছি। কোন শিশুকে পরিবার বিচ্ছিন্ন রাখা আমরা পছন্দ করিনা।
  • আনন্দদিন প্রকল্পের মাধ্যমে শিশুদের একত্রিত করে শিক্ষামূলক, বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হবে।
  • আনন্দ বিক্রয়কেন্দ্র একটি গবেষণা ধর্মী প্রকল্প। এর মাধ্যমে শিশুদের পথে আসার কারণ নিরুপণ করার চেষ্টা করা হচ্ছে। যথার্থ কারন নিরুপনের মাধ্যমে শিশুদের পথে আসা রুখে দিতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
  • আমরা চাইলে হারবে শীত প্রকল্পের মাধ্যমে আমরা শিশুদের শীতের পোষাক নিশ্চিত করতে চেষ্টা অব্যাহত রাখি।
  • ঈদের হাসি শিশুর মুখে প্রকল্পের মাধ্যমে আমরা ঈদে পোষাক এবং ঈদের জন্য খাবার নিশ্চিত করতে চেষ্টা অব্যাহত রাখি।

© 2024 সকল স্বত্ব শিশুর জন্য আমরা কর্তৃক সংরক্ষিত