যেহেতু "শিশুর জন্য আমরা" একটি অলাভজনক সংগঠন, এই সংগঠন পরিচালিত হয় সংগঠনের সাথে যুক্ত কিছু মানবিক মানুষের সহযোগীতায়। যে কেউ সংগঠনে ডোনেশন করতে পারেন সামর্থ্য অনুযায়ী। ডোনেশনের পর সংগঠনের facebook পেইজে গিয়ে মেসেজ করে জানিয়ে দিতে পারেন, আপনার নাম, কোন খাতে ডোনেট করেছেন, যে নাম্বার থেকে ডোনেশন করেছেন তার শেষ ৩টি সংখ্যা। হালনাগাদ ডোনেশনের তথ্য দেখতে পারবেন এই লিংকে। সংগঠনে আপনি ডোনেট করতে পারেন বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে। যে খাত সমূহে আপনি ডোনেশন প্রদান করতে পারেনঃ শিক্ষা উপকরণ বিতরণ, নগদ শিক্ষা সহায়তা কার্যক্রম, খাদ্য উপকরণ বিতরণ, কোরআন শিক্ষা কার্যক্রম, কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম, চিকিৎসা কার্যক্রম, অফিস পরিচালনা, ঈদ কার্যক্রম, শীত কার্যক্রম, ইফতার কার্যক্রম
© 2024 সকল স্বত্ব শিশুর জন্য আমরা কর্তৃক সংরক্ষিত